সচিবালয়ে খুলেছে ১৮ টি মন্ত্রণালয়: তথ্যমন্ত্রী

0
514

নিউজ ডেস্ক: ২৬শে মার্চ থেকে সাধারণ ছুটি থাকলেও, তথ্য মন্ত্রণালয়ের ডিজিটাল দপ্তরসহ কিছু কার্যক্রম সীমিত আকারে চলেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রবিবার দুপুরে, নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে তথ্যমন্ত্রী অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, সম্প্রতি সরকার সীমিত আকারে প্রয়োজনীয় কিছু দপ্তর খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। আজ সচিবালয়ে খুলেছে ১৮টি মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কর্মকর্তারা অল্প পরিসরে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, এই ছুটির মধ্যেও তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের জরুরি সেবা দিতে হয়, সেজন্য আমাদের কিছু দপ্তর চালু ছিল। এছাড়াও মন্ত্রণালয়ের আরও কিছু জরুরি দপ্তর খোলারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তথ্যমন্ত্রী বলেন, তিন লাখ মৎস্যজীবী পরিবার ভিজিএফ (সহায়তা) পাবে। সরকার চেষ্টা করে যাচ্ছে এই বিশেষ পরিস্থিতিতে যাতে যারা দিন আনে দিন খায়, তাদের কোনো অসুবিধা না হয়। সরকার ৫০ লাখ পরিবারকে ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে, যার আওতায় আসবে এক কোটি পরিবারের প্রায় পাঁচ কোটি মানুষ। আরও এক কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here