‘আইপিএলে আমাকে কালু নামে ডাকা হত’

0
110

বাংলা খবর ডেস্ক:
মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পর নিন্দায় সরব হয়েছিলেন ক্রিস গেল। সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছিলেন ক্ষোভ। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছিলেন, শুধু ফুটবল নয়, ক্রিকেটেও বিরাজ করছে বর্ণবৈষম্য। দীর্ঘ কেরিয়ারে বিশ্বের নানা দেশ ঘুরে এই অভিজ্ঞতাই হয়েছে তাঁর। গেলের সুরে সুর মিলিয়েই ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি জানালেন, আইপিএল খেলার সময় তিনিও বর্ণবৈষম্যের শিকার হয়েছেন।
শনিবার নিজের ইনস্টাগ্রাম পেজে সামি জানিয়েছেন, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তাঁকে ‘‌কালু’‌ বলে ডাকা হয়েছে। কিন্তু কবে, কোথায়, কে বা কারা তাঁকে এই নামে ডেকেছেন, তা নির্দিষ্ট করে জানাননি সামি। তিনি লিখেছেন, ‘‌আইপিএলে সানরাইজার্সের হয়ে খেলার সময় আমাকে এবং পেরেরাকে কালু নামে ডাকা হত। এখন বুঝতে পারছি কেন ওই নাম ধরে ওরা ডাকত। আমি ভাবতাম এর মানে হয়তো শক্তিশালী ঘোড়া বা শক্তিশালী মানুষ। কিন্তু তা নয়। ভারতে সানরাইজার্সের হয়ে খেলার সময় কেন আমাকে আর পেরেরাকে কালু নামে ডাকা হত, এখন তা আমার কাছে পরিষ্কার। রাগ হচ্ছে।’‌
জেন্টলম্যান’‌স গেমে বর্ণবৈষম্য রয়েছে, যা অবশ্যই দূর হওয়া দরকার। আইসিসি–র কাছে এই আর্জি জানিয়েছেন সামি। ৩৮টি টেস্ট, ১২৬টি একদিনের আন্তর্জাতিক, ৬৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্যারিবিয়ানের কথায়, ‘‌আইসিসি এবং সব বোর্ডকেই বলছি, আমার মতো মানুষদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না?‌ যেখানে সামাজিক ন্যায় লঙ্ঘন করা হচ্ছে, তার বিরুদ্ধে কথা বলবেন না?‌ এরকম ঘটনা কিন্তু শুধু আমেরিকাতেই হচ্ছে না।’‌‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here