কানাডা জুনিয়র আইস হকি দলের খেলোয়াড় বহনকারী একটি বাসের সঙ্গে অপর একটি লরির সংঘর্ষে ১৪ জন মারা গেছেন। কানাডার সাস্কাচোয়ান প্রদেশের টিসডেলে ৩৫ হাইওয়েতে শুক্রবার স্থানীয় সময় বিকাল ৫টার (বাংলাদেশ সময় ভোর ৫টা) দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় বিবিসি।
সাস্কাচোয়ান জুনিয়র হকি লিগের হ্যাম্বল্ট ব্রঙ্কস নামের দলের খেলোয়াড়দের বহনকারী ঐ বাসটিতে ২৮ জন যাত্রী ছিল বলে জানায় রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। দূর্ঘটনায় মোট ১৪ জনের প্রাণহানি হয়েছে।
ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ঐ দূর্ঘটনায় হতাহত খেলোয়াড়দের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন। টুইটে ট্রুডো বলেন, ‘তাদের পিতা-মাতার বর্তমান অবস্থাটা আসলে এতটাই শোচনীয় যে আমি কল্পনাও করতে পারছি না। এই দুর্ঘটনায় হতাহত সবার প্রতি আমি অন্তরের গভীর থেকে সমবেদনা জানাচ্ছি।’
উল্লেখ্য যে ঐ দুর্ঘটনায় ২৮ জন যাত্রীর মধ্যে বাসের চালক ও খেলোয়াড়সহ ১৪ জন প্রাণ হারিয়েছে। আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহত-নিহত খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here