মিয়ানমারের রাখাইনে ২৫ আগষ্টের সহিংসতা শুরুর পর এই প্রথম রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ২৬ এপ্রিল ঢাকায় আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল। ১৫ সদস্যের এই প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গাও শিবির পরিদর্শন করবে। একই সাথে এই দল বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে যাবে। প্রতিনিধি দলটি দুই দেশের সরকারের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ ১৫ দেশের প্রতিনিধি থাকবেন।
কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ছাড়াও এই প্রথমবার রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম সফর করবেন তারা।
এদিকে অভিবাসন বিশ্লেষকেরা বলছেন, সহিংসতার এতদিন পর গ্রামগুলোতে নির্যাতনের আলামত পাওয়া কঠিন।
তবে রোহিঙ্গা সংকট সমাধানে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা।
রাখাইনে সহিংসতা শুরুর পর বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এ নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখে। ঢাকা-নেপিদো চুক্তি হলেও প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। সম্প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here