সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা জেলা প্রশাসকের কাছে সাঈদীর পরিবার এ আবেদন করে।

সাঈদীর ছেলে মাসুদ সাঈদী জানান, আজ (সোমবার) ভোরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির সাঈদী মারা যান। তার নামাজের জানাজা বড় ভাই কারাবন্দী দেলাওয়ার হোসাইন সাঈদীকে পড়ানোর জন্য শেষ অসিয়ত করে গেছেন। এ জন্য প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে।

এদিকে হুমায়ুন কবির সাঈদীর জানাজার নামাজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে দেলোয়ার হোসাইন সাঈদীকে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত -১। পরে উভয়পক্ষ আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর মৃত্যুদণ্ড কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here