শুক্রবার দিনভর অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা আদায় করে ডিএমপি’র ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে চালানো অভিযানে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৭৫ টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৩২টি, হুটার ও বিকন লাইট ব্যবহারের জন্য ৪টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৬ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৩৪৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৫১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার করায় ৪০টি ভিডিও মামলা ও সরাসরি ১৩টি মামলা দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here