এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল থেকে সরে দাঁড়িয়েছে চিটাগং ভাইকিংস। বিসিবিতে আনুষ্ঠানিক মেইল বার্তায় নিজেদের অপারগতার খবর জানিয়েছে তারা। সোমবার রাতে সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এর আগে রোববার (৩০ সেপ্টেম্বর) ছিল গত মৌসুম থেকে ধরে রাখা খেলোয়াড়দের নাম জমা দেয়ার শেষ দিন। কিন্তু নির্ধারিত সময়ে এ তালিকা জমা দেয়নি চিটাগাং ভাইকিংস। এ নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে খোঁজ নেয়ার পর চিটাগং ভাইকিংস জানিয়েছে তারা বিপিএলের আসন্ন মৌসুমে খেলতে পারবে না।

প্রসঙ্গত, কয়েকটি প্রতিষ্ঠানের সাথে টিম বিক্রি করার কথা চলছিল। কিন্তু এটা বিসিবির কাছে সমর্পণ করার কারণে সৌন্দর্য হারালো বিপিএল। টিম কিনে খেলা শুরুর কিছুদিন আগে ফিরিয়ে দেয়াতে বিপদে পরলো বিসিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here