প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আজই পদত্যাগ করতে পারেন সরকারের চার টেকনোক্র্যাট মন্ত্রী। আজ মঙ্গলবার তাদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এই নির্দেশ দেন তিনি।

বর্তমান মন্ত্রিসভার এই চার টেকনোক্র্যাট মন্ত্রী হলেন- ইয়াফেস ওসমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী; মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী; মতিউর রহমান; ধর্ম মন্ত্রী ও নূরুল ইসলাম বিএসসি, প্রবাসী কল্যাণ মন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠকের পর সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন দল ও জোটের যে সংলাপ চলছে তার  সারসংক্ষেপ নিয়ে আগামী  ৮ই নভেম্বর  দুপুর সাড়ে ১২ টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, ৭ই নভেম্বরের পর আর কোন সংলাপে যাবে না আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here