আওয়ামী লীগের সভাপতিম-লীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
রোববার কালিহাতীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে লতিফ সিদ্দিকী বলেন, আমি নির্বাচনে এসেছি ঐক্যফ্রন্টের বিরুদ্ধে, বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে, অত্যাচারী-শোষকদের বিরুদ্ধে এবং স্বাধীনতার পরাজিত শক্তির বিরুদ্ধে। আমি নির্বাচনে এসেছি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে, সংসদে জনগণের কথা বলতে এবং শেখ হাসিনাকে সাহায্য করতে।

লতিফ সিদ্দিকী বলেন, বর্তমানে কালিহাতী আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিভেদ ও দ্বন্দ্ব রয়েছে। তাঁদের মধ্যে ঐক্যসাধনের জন্য আমি এসেছি। গত ৪০ বছর ঐক্য রক্ষা করেছি। আমার ধারণা, আমি এবারও ঐক্য রক্ষা করতে পারব।

এর আগে নিউইয়র্কে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে মন্ত্রিসভা ও দলীয় পদ থেকে অপসারিত হন। পরে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন লতিফ সিদ্দিকী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here