কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ তিনদফা দাবিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের কাছে স্মারকলিপি দিয়েছে গণতন্ত্র ও খালেদা জিয়া মুক্তি আইনজীবী আন্দোলন।

বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করা হয়। এসময় রেজিস্ট্রার জেনারেল বলেন, এটি প্রধান বিচারপতির কাছে পৌছে দেওয়া হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অপর দুটি দাবি হলো আইনজীবীদের এফিডেবিট কমিশনারের সম্মুখে উপস্থিত হয়ে ফৌজদারী মোশন মামলার এফিডেবিট সম্পন্নের পক্রিয়া বাতিল করা। সেইসঙ্গে আদালতে ঘুষ, দূর্নীতি বন্ধ করা। ৩১ মার্চের মধ্যে ব্যবস্থা নিতে বলা হয়েছে স্মারক লিপিতে।

এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গেইটে সংগঠনের চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় চলমান নিরাপদ সড়কের আন্দোলনে সংহতি প্রকাশ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here