মানুষের সুখে না যাই, দুঃখে পাশে অবশ্যই দাঁড়াতে হবে: মেয়র আতিকুল

0
75

বাংলা খবর ডেস্ক: শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে।

শুক্রবার রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তি-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শওকত আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোমেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ কর্নেল মো. নুর নবী প্রমুখ।

এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিক্ষার আলোয় দেশকে পরিচ্ছন্ন রাখতে হবে, সেই সঙ্গে দেশের অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখে না যাই, দুঃখে মানুষের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। ভুলে গেলে চলবে না, মানুষ মানুষের জন্য। দুঃখের সময় মানুষের সাহায্যে আসতে পারাই একজন মানুষের সবচেয়ে বড় পরিচয়।

তিনি আরও বলেন, শুধু জিপিএ-৫ পেলেন কিন্তু মানুষ হলেন না, তাহলে কোনও লাভ নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের মানুষের মতো মানুষ হতে গেলে যেরকম পড়ালেখা করতে হবে, ঠিক সেরকমভাবে অন্য কাজও করতে হবে। আমাদের সবাইকে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here