এক খণ্ড জমিও যেন অনাবাদি না থাকে, প্রধানমন্ত্রী আহ্বান

0
54

বাংলা খবর ডেস্ক: বাগানে, ঘরের পাশে এক খণ্ড জমিও যাতে অনাবাদি না থাকে সেজন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাভাইরাস মোকাবেলায় রবিবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে খাদ্যের কোনো অভাব নেই। অনেকেই আছে যারা সাহায্য চাইতে পারেন না। তাদেরও সহায়তা দেওয়া হবে। দুর্যোগ আসে, দুর্যোগ সাহসের সাথে মোকাবেলা করতে হবে। নিজের এলাকাকে সুরক্ষিত রাখুন। অকারণে ছোটাছুটি করবেন না।

তিনি আরও বলেন, মানুষকে বাঁচাতে হবে। কামার, কুমার, তাঁতী জেলে সব শ্রেণির মানুষকে সাহায্য করতে হবে। আমরা ৭২ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছি। যথাযথভাবে খাদ্য উৎযাপন করতে হবে যাতে কেউ না খেয়ে থাকে।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সে জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। শ্রমিকরা যাতে ধান কাটতে যেতে পারেন সে ব্যবস্থা করা হবে। আর কৃষক যাতে ন্যায্য দাম পায় আমরা তার উদ্যোগ আমরা নিয়েছি। কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনাও দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here