দেশে করোনায় আক্রান্ত হাজার ছাড়াল, বেড়েছে মৃত্যুর সংখ্যাও

0
49

বাংলা খবর ডেস্ক: দেশের অভ্যন্তরে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল সোমবারের চেয়ে
তুলনামূলকভাবে বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এক দিনে এটা সর্বোচ্চ শনাক্ত। দেশে এই প্রথম এক দিনে শনাক্তের সংখ্যা ২০০ ছাড়াল। একই সময় মারা গেছেন ৭ জন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২ জন। আর মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে হয়েছে ৪৬। অবশ্য গতকাল শনাক্তের সংখ্যা ছিল ১৮২। মৃত্যু হয় ৫ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৯০৫ জনের। গতকাল পরীক্ষা হয় ১ হাজার ৫৭০ জনের।

আজকের ব্রিফিংয়ে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী নতুন করে সুস্থ হননি। তাই সুস্থ রোগীর সংখ্যা আগে যা ছিল, এখনো তাই। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here