বিভেদের রাজনীতি করোনাকে আরও ভয়ংকর করে তুলবে: কাদের

0
54

নিউজ ডেস্ক: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। এ লড়াই সকলের ঐক্যবদ্ধ থাকার লড়াই, এ লড়াই সকলের বাঁচা-মরার লড়াই। দেশের এই সংকটকালে বিভেদের রাজনীতি করোনাভাইরাসকে আরও বিধ্বংসী ও ভয়ংকর করে তুলবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ ভবন এলাকায় মন্ত্রীর সরকারি বাসভবন থেকে এক ভিডিও বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি এক কঠিন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ লড়াইয়ে জিততে হবে। স্বাস্থ্যবিধি মেনে ধৈর্য ধরলে বিজয় হবেই ইনশাআল্লাহ। তিনি বলেন, নিজেদের অসহায় ভাববেন না, শেখ হাসিনার সরকার আপনাদের পাশে আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা সংকট কোনো রাজনৈতিক ইস্যু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা (করোনা পরিস্থিতি) সার্বক্ষণিক মনিটরিং করছেন ও নির্দেশনা দিচ্ছেন। এ লড়াই সকলের ঐক্যবদ্ধ থাকার লড়াই, এ লড়াই সকলের বাঁচা-মরার লড়াই।

এ সময় রমজান মাসে ইফতারসহ খাদ্যদ্রব্যে ভেজাল মেশানো থেকে সংশ্লিষ্ট সকলকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here