সবার মধ্যে অজানা এক শঙ্কা

0
47

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। তারপরও দেশে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলছে। এ অবস্থায় চলছে সাধারণ ছুটি। করোনার এই সময়ে সবাইকে বাসায় থাকার আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শও দিচ্ছেন তারা। অন্য সবার মতো দেশবরেণ্য অভিনেত্রী ববিতাও বাসায় অবস্থান করছেন।

ববিতা বলেন, ‘এই সময়ে খুব একটা ভালো নেই আমরা, সারা বিশ্বের মানুষও ভালো নেই। সবার মধ্যে অজানা এক শঙ্কা কাজ করছে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে। পরিবারের সদস্যদের নিয়ে বেশ চিন্তা হচ্ছে। আমার ছেলে অনিক আছে কানাডায়, বড় বোন সুচন্দা আমেরিকায়, মেজ ভাইও সেখানে, আরেক ভাই অস্ট্রেলিয়ায়। সবার দূরে থাকার কারণে চিন্তাটাও বেশি। যদিও প্রতিদিন সবার সঙ্গে কথা হচ্ছে, তারপরও মনটা জানি কেমন করে।’

লকডাউনের দিনগুলো কীভাবে পার করছেন? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘বাসার কাজকর্ম করেই দিন কাটছে। আমার বাসায় ছাদবাগান রয়েছে, এটা হয়তো অনেকেই জানেন। প্রতিদিন বাগান পরিচর্যা করি, বই পড়ছি। নিয়মিত নামাজ পড়ে মহান আল্লাহর কাছে দোয়া করছি, যেন এই দূর্যোগ থেকে আমরা বের হতে পারি। সব সময় মন ভালো রাখার চেষ্টা করি। তাই সময় পেলেই পুরোনো সিনেমাগুলো দেখি।’

ববিতা আরও বলেন, ‘সবাইকে অনুরোধ করবো, করোনার এই সময় অযথা ঘর থেকে বের হবেন না। জরুরি প্রয়োজনে বের হতে হলে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলুন। সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন ও সরকারের নির্দেশ মেনে চলুন। আশা করি, শিগগিরই এই ভয়াল সময় কেটে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here