পড়শীর লকডাউনের অ্যালবাম

0
57

নিউজ ডেস্ক: লকডাউনে ঘরবন্দি সবাই। তবে থেমে নেই শিল্পীরা। অবসরের সময়টাতে নিজের মতো করে তৈরি করছেন নতুন সৃষ্টি। যেমনটি সংগীতশিল্পী পড়শী জানালেন।

লকডাউনের অ্যালবাম তৈরি করছেন তিনি। নিজের লেখালেখির পাশাপাশি শেষ করেছেন চারটি গানের কাজ। আর দেশ করোনা আক্রান্ত হওয়ার আগে জমা রয়েছে আরও তিনটি গান।

তাহলে কি গানের অ্যালবাম হচ্ছে? ‌‘এটা বলা যায়, লকডাউনে আমার ব্যক্তিগত অ্যালবাম। লেখালেখি করছি। নিজের মতো কাজ করছি। ইতোমধ্যে বেশ কিছু গান তৈরি করেছি। জানি না, এই অচল অবস্থা কবে শেষ হবে? এভাবে আরও কিছুদিন চললে হয়তো অ্যালবাম সংখ্যক গান তৈরি করা সম্ভব। তবে এগুলো অ্যালবাম হিসেবে নয়, সিঙ্গেল আকারে মুক্তি দেব’- বললেন পড়শী।

পড়শী জানান, কোনও গানের নামই চূড়ান্ত করেননি। স্বেচ্ছাবন্দি শেষ হলে রিলিজের আগ দিয়ে সে কাজটুকু সারবেন।

এদিকে, গানচিলের ব্যানারে দুটি গান তৈরি আছে তার। সঙ্গে নিজের কথা ও সুরে তৈরি করেছেন আরও একটি। যার ভিডিওটি বাকি।

জানালেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই গানগুলো ছাড়ার ইচ্ছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here