করোনা: ফুটবলের নিয়মে বদল আনলো ফিফা

0
127
ছবি : সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসের কারণে সবকিছুর মত স্থবির হয়ে পড়েছে ক্রীড়া জগত। তবে করোনার প্রভাব কাটলেই বিশ্ব জুড়ে শুরু হবে সব ফুটবল লিগ। ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশের ফুটবলাররা।

করোনা পরবর্তী সময়ে ফুটবল লিগ শুরু হলে ফুটবলারদের উপর অসম্ভব চাপ বাড়তে পারে। বাড়তে পারে চোটের প্রবণতাও। তাই চাপ আর চোটের কথা মাথায় রেখে, ফুটবলার পরিবর্তনের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা।

আগে ম্যাচে তিনজন করে ফুটবলার বদল করতে পারত যে কোনো দল। ফিফার টেকনিক্যাল কমিটি আলোচনার পর পাঁচজন করে ফুটবলার পরিবর্তনের সুপারিশ করে।

সেই সুপারিশ মেনে নিয়ে ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশনকে বোর্ডকে জানিয়েছে, শর্তসাপেক্ষে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজকদের এই অনুমতি দেয়া হচ্ছে।

তবে স্থায়ীভাবে এই নিয়ম হচ্ছে না। স্বল্পকালীন মেয়াদে এই নিয়ম চালু থাকবে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here