রিয়াল বেটিসের দুই ফুটবলার করোনা আক্রান্ত

0
52
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
করোনার প্রাদুর্ভাব ঠেলে মাঠে আবার ফুটবল ফেরানোর রূপরেখা তৈরি করে ফেলেছে ইউরোপের শীর্ষ পাঁচলিগের চারটি অ্যাসোসিয়েশন। জার্মান বুন্দেসলিগা চলতি মাসেই শুরু হতে যাচ্ছে। জুনে স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আ’ শুরুর ইঙ্গিত পাওয়া গেছে। ইংল্যান্ডও তেমনই ভাবছে। তবে সেই পথে আবার বাধা হয়ে দাঁড়াতে পারে করোনা।

কারণ একেরপর এক করোনা আক্রান্ত ফুটবলার পাওয়া যাচ্ছে ক্লাবগুলোতে। জার্মান বুন্দেসলিগার দ্বিতীয় বিভাগের এক দলের দুই ফুটবলার করোনা আক্রান্ত হয়েছেন। আইসোশেলনে চলে গেছেন পুরো দল। তাদের তাই লিগে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে। ইতালির আটলান্টার ফুটবলারের দেহে করোনা পাওয়া গেছে। লিগ শুরু নিয়ে সেখানেও প্রশ্ন দেখা দিয়েছে।

এবার এক এক করে করোনা আক্রান্ত ফুটবলার পাওয়া যাচ্ছে লা লিগায়। তাদের আক্রান্ত হওয়ার খবর দুশ্চিন্তা বাড়াচ্ছে লা লিগা কর্তৃপক্ষের। শনিবার অ্যাথলেটিকোর ব্রাজিলিয়ান লেফট ব্যাক রেনান লোদি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। রোববার জানা গেল, রিয়াল বেটিসের দুই ফুটবলার করোনা আক্রান্ত।

তবে তাদের পরিচয় জানানো হয়নি। এছাড়া শনিবার এক স্প্যানিশ সংবাদ মাধ্যম দাবি করে, দু’জন নয় বেটিসের তিনজন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া রিয়াল সোসিয়েদাদ গোলরক্ষক অ্যালেক্স রেমিরো করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি সুস্থতার পথে আছেন। দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here