নিউ ইয়র্কের সাড়ে ৩ লাখ বাসিন্দা উদ্বাস্তু হওয়ার আশঙ্কা

0
108
নিউ ইয়র্কের রাস্তায় বসে আছে কয়েকজন উদ্বাস্তু মানুষ

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাস বা কোভিড-১৯’র তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এই মারণ ভাইরাসের কারণে নিউ ইয়র্কের নিম্নআয়ের তিন লাখ ২৫ হাজার মানুষ উদ্বাস্তু হতে পারে।

এমনটাই জানিয়েছে একটি দাতা সংস্থা।

সংস্থাটি জানায়, এক পর্যায়ে এ সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুইন নামের একটি অলাভজনক দাতা সংস্থা তাদের গবেষণা প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

গতকাল (বুধবার) সংস্থাটির প্রেসিডেন্ট এবং প্রধান নিবার্হী কর্মকর্তা ক্রিস্টাইন কুইন মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, কোনোরকম হস্তক্ষেপ না করলে এসব মানুষকে উদ্বাস্তু হওয়া থেকে রক্ষা করা যাবে না।

এদিকে, মার্কিন সরকার প্রণোদনা প্যাকেজের আওতায় নিউ ইয়র্ক শহরের জন্য যে ১,৭০০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে তার প্রশংসা করেছেন মেয়র বিল ডি ব্লাসিও।

তিনি বলেন, এই বরাদ্দ হচ্ছে এমন সহযোগিতা যা আমাদের প্রয়োজন।

গতকাল নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here