মুজফ্‌ফরপুর স্টেশনের সেই মা–হারা শিশুর দায়িত্ব নিলেন শাহরুখ

0
137

বাংলা খবর ডেস্ক:
স্টেশনে পড়ে রয়েছে মায়ের মৃতদেহ। চাদর সরিয়ে তাঁকে জাগানোর চেষ্টা করছে একরত্তি। মুজফ্‌ফরপুর স্টেশনের সেই দৃশ্য দেখে শিউরে উঠেছিল তামাম ভারত। আরও একবার স্পষ্ট হয়ে যায় লকডাউনের কারণে পরিযায়ী শ্রমিকদের দুরবস্থা। মা–হারা শিশুটির ভবিষ্যৎ নিয়েও চিন্তাপ্রকাশ করেছিলেন অনেক নেটিজেন। এবার সেই শিশুর দায়িত্ব নিতে এগিয়ে এলেন শাহরুখ খান।


চাদর সরিয়ে মাকে জাগানোর চেষ্টা করছে শিশুটি

শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা ‘‌মীর ফাউন্ডেশন’‌ শিশুটির দায়িত্ব নিয়েছে। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‌যাঁরা শিশুটির কাছে পৌঁছতে সাহায্য করেছে, তাদের ধন্যবাদ। শিশুটির মৃত মাকে জাগানোর চেষ্টা করার ভিডিও দেখে সকলেই কষ্ট পেয়েছিলেন। এখন থেকে শিশুটির সব ভার আমাদের। সে এখন তার দাদুর কাছে রয়েছে’‌। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ট্রেনে শিশুটিকে নিয়ে চেপেছিলেন তার মা। অনাহার, অসুস্থতার কারণে ট্রেনেই মৃত্যু হয় তাঁর। মুজফ্‌ফরপুর স্টেশনে তাঁর দেহ নামিয়ে ছেড়ে দেয় ট্রেন। তার পরের দৃশ্য এখন ভাইরাল।
শুধু এই শিশুটিই নয়, দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ। মহারাষ্ট্রে চিকিৎসক, চিকিৎসাকর্মীদের ২৫ হাজার পিপিই কিট বিলি করেছে তাঁর ‘‌মীর ফাউন্ডেশন’। পশ্চিমবঙ্গে আমফান আক্রান্তদের পাশেও দাঁড়িয়েছেন তিনি। এবার ত্রাতা হলেন সেই শিশুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here