সম্মানহানি হয় এমন মন্তব্য করা উচিত নয়: শোয়েব আখতারকে রমিজ রাজা

0
144

বাংলা খবর ডেস্ক:
নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিতই সরব সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতার। পুরনো খেলা নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনা, চাঁছাছোলা মন্তব্য আর বিতর্ক উস্কে দিতেও জুড়ি নেই তার। উমর আকমলের নিষিদ্ধের ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আইন উপদেষ্টা তোফাজ্জল রিজভিকে নিয়েও কড়া সমালোচনা করেছিলেন তিনি। পিসিবির আইনি উপদেষ্টা দলকে পুরোপুরি অযোগ্য হিসেবে আখ্যায়িত করেন শোয়েব। আর এতে তার বিরুদ্ধে করা হয়েছে মানহানি ও ফৌজদারি মামলা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার রমিজ রাজা পরামর্শ দিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার সময় আরো সতর্ক হওয়া উচিত। যদিও তিনি শোয়েব আখতারের নাম উল্লেখ করেননি। তবে শোয়েবকে উদ্দেশ্য করেই যে রমিজ এমন কথা বলেছেন এটা সহজেই অনুমেয়।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ‘মাইক্রোফোন খুবই শক্তিশালী মাধ্যম।

দুই সেকেন্ডেই যে কারো প্যান্ট খুলে দিতে পারে। তাই আমাদের সতর্ক হওয়া উচিত। এমন মন্তব্য করা উচিত নয় যাতে কারো সম্মানহানি হয়। ক্রিকেটারদের উচিত নিজেদের অবস্থান বুঝে কোনো কিছু বলা।’

পিসিবি উমর আকমলকে ৩ বছরের জন্য নিষিদ্ধ করার পর শোয়েব আখতার মন্তব্য করেছিলেন, ‘কেবল রিপোর্ট না করায় ৩ বছরের শাস্তি কি ঠিক হয়েছে? বলতেই হচ্ছে পিসিবির আইন বিভাগ একদম অযোগ্য ও অকাজের ঢেঁকি। বিশেষ করে তোফাজ্জল রিজভি লোকটা, সে কোথা থেকে এসেছে জানি না। বড় যোগাযোগ থাকায় ১০-১৫ বছর থেকে পিসিবিতে আছে। আর মাশাল্লাহ এমন কোন মামলা নেই যে সে হারে। আমার মনে হয় চেয়ারম্যানের উপরেও গিয়েও অপদার্থ লোকটা এসব করে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here