স্বল্পসময়ে করোনা রিপোর্ট প্রদানে ব্যবস্থা নেওয়ার আহবান

0
87
ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
করোনা টেস্ট করতে এবং রিপোর্ট পেতে মানুষ হয়রানির শিকার হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সমন্বয় বৃদ্ধির মাধ্যমে নমুনা গ্রহণ ও স্বল্পসময়ে রিপোর্ট প্রদানের কার্যকর ব্যবস্থা নিতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

রবিবার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে তিনি এ আহবান জানান।

ওবায়দুল কাদের বলেন, কিছু বেসরকারি হাসপাতাল কোভিড রোগীদের সেবায় প্রশংসনীয় কাজ করলেও অনেক হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। অন্যান্য রোগের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বলেও খবর আছে।

এ অবস্থায় মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দিতে হাসপাতাল মালিক ও সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান মন্ত্রী।

করোনা পরিস্থিতিতে অনুমাননির্ভর ওষুধ মজুত না করার আহবান জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ংকর হতে পারে।

তিনি আরো বলেন, করোনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি মৃত্যুবরণ করেছেন। দেশ ও জাতির এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে। আর্তমানবতার সেবায় এবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here