যৌন হেনস্থার অভিযোগকারী দুই নারীর বিরুদ্ধে জাস্টিন বিবারের মামলা

0
80

বাংলা খবর ডেস্ক:
গান ছাড়াও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে সবসময়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জাস্টিন বিবার। সম্প্রতি তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে সেই অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ দাবি করে আইনি পদক্ষেপ নিয়েছেন বিবার।

তিনি বলেছেন, এই অভিযোগগুলোর কোনো সত্যতা নেই। ঘটনাগুলোতে তিনি জড়িত ছিলেন না, এই প্রমাণও তিনি দিতে পারবেন। তবে বিষয়টাকে হালকা ভাবে না নিয়ে অভিযোগকারী দুই নারীর বিরুদ্ধে ১০ মিলিয়ন ডলার করে মোট ২০ মিলিয়ন ডলারের মানহানি মামলা করেছেন বিবার।

২০ জুন সন্ধ্যায় টুইটারে এক নারী ড্যানিয়েল নামের একটি অ্যাকাউন্ট থেকে দাবি করেন তাকে ২০১৪ সালে টেক্সাসের অস্টিনে নিজের পাঁচ তারা হোটেলে কক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন বিবার। সেখানে তাকে যৌন হেনস্থা করেছিলেন তিনি। পরে টুইটটি মুছে ফেলেছেন সেই নারী। কিন্তু ততক্ষণে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে।

আরেক নারীর অভিযোগ ২০১৫ সালে নিউ ইয়র্কে মেট গালা অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন বিবার। তখন সেই নারী হেনস্তার শিকার হন।

মন্তব্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here