যুক্তরাষ্ট্রে ফের একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড

0
101
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে শুক্রবার ৪৫ হাজার ২৪২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ৩০টির বেশি অঙ্গরাজ্যে বেড়েছে করোনার প্রকোপ। কিন্তু এমন পরিস্থিতিতেও যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স শুক্রবার বলেন, আমরা সবাই উৎসাহজনক খবর পাচ্ছি। আমরা আবার যুক্তরাষ্ট্র খুলে দেবো।

এদিকে যুক্তরাষ্ট্রে নয়টি রাজ্য জানিয়ে দিয়েছে যে করোনা প্রকোপ বাড়ায় তারা পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে। ওই নয় অঙ্গরাজ্য হলো- অ্যারিজোনা, আরকানসাস, দেলাওয়ারে, ইদাহো, লুইসিনিয়া, মাইনে, নেভাদা, নিউ মেক্সিকো এবং নর্থ ক্যারোলিনা।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৫২ হাজার ৯৫৬ জন। মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৬৪০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here