ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে থমকে গেল চেলসি

0
104

বাংলা খবর ডেস্ক:
দিনটা চেলসির ছিল না। হারের তেতো ফল নিতে হলো। টানা তিন ম্যাচে জয় পেলেও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কাছে থমকে গেল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল বুধবার ৩-২ গোল স্কোরের হার নিয়ে ফিরেছে চেলসি। তিন নম্বরে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে। ৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

সফরকারী দল ছিল চেলসি। উইলিয়ানের গোলে এগিয়ে যাওয়ার পর নিজের দলকে সমতায় ফেরান তমাস সুসেক। ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের সফল স্পট কিকে গোল আসে চেলসির। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিককে ডি-বক্সে ফাউল করে বসলে পেনাল্টি মেলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি সফরকারীদের। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চেক রিপাবলিকের মিডফিল্ডার সুসেক সমতা টানেন।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে গোল করেন মিশেল আন্তোনিও। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকলেও চমক দেখাতে থাকে ওয়েস্ট হ্যাম। ডান কি থেকে জেরড বোয়েনের ক্রস ছোট ডি-বক্সের মুখে পেয়ে বসেন আন্তোনিও, ভুল হয়নি। উইলিয়ানের গোলে সমতা ফেরে চেলসি। ৭২তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো ফ্রি-কিকে স্কোরলাইন ২-২ করেন উইলিয়ান। জমে ওঠে লড়াই।

তবুও শেষ রক্ষা হলো না। ৮৯তম মিনিটে ওয়েস্ট হ্যামের বদলি নামা ইয়ারমোলেঙ্কো চেলসির পাতে ছাই ঢেলে দেন। পাল্টা আক্রমণে নিচু শটে গোলটি করেন এই রুশ ফরোয়ার্ড। শেষ দিকে আন্দ্রি ইয়ারমোলেঙ্কোর গোলে দুর্দান্ত এক জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট হ্যাম।

অভাবনীয় এই জয়ে ওয়েস্ট হ্যামের লিগে টিকে থাকার আশা জিইয়ে রইলো। এক ধাপ এগিয়ে ১৬ নম্বরে ওঠা দলটির পয়েন্ট ৩০। লিভারপুল ৩১ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে লেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটনের পয়েন্ট সমান ৫২ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে পাঁচ নম্বরে আছে ইউনাইটেড। ৪৬ পয়েন্ট নিয়ে সপ্তমে আছে আর্সেনাল। ৪৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এভারটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here