নি:শব্দ ………

0
95

শেখ ফারজানা

শব্দ হীন চূর্ন বিচূর্ণ মন,
বার বার খুঁজে পেতে চায় বেঁচে থাকার সুখ ।
ফিরে আসে তোমার সাথে জরিয়ে থাকা,
অগুনিত মূহূর্তের মিছিলে ।
চিলের ডানায় ভর করে আসা হাজার বছরের প্রশ্ন ,উত্তর ,সামনে দাঁড়ায় ।
মূখোমূখি চিৎকার করে নি:শব্দে ।

মাথা গুজার ঠাঁই খুঁজে স্বপ্ন ভংগের বেদনা ।
কাঁচের ফাটলে আটকা পড়ে থাকা ,
আমার জন্মসূত্রের ছেলে মানুষি ও
আমার সহজাত স্বভাব ,
অনাকাংখিত মৃত্যুর স্বাদ গ্রহন করে ,
এক নুতন নুতন সকালে ।

আয়নার বিক্ষিপ্ত দেয়ালে আমার আমিকে পাই ,
শত ভাগের ক্ষদ্রু চেহারায় ।
বিক্ষিপ্ত মূখায়ব আর ,
টুকরো টুকরো হৃদয় ভগ্নাংশের যন্ত্রনায় ,
ফুলে ফেপে উঠে আমার দেহ মন ।
ভারাকান্ত হৃদয় হাঁপ ছেডে পালাতে চায় ,
জীবনের ওপারে ।

সরু হয়ে যায় হৃদপিন্ডের সব আঁর্টারি
চিন চিন বুকের ব্যথা ,
আর স্তিমিত রক্ত প্রবাহের খন্ড যুদ্ধ ,
আমাকে আহত করে চলে ..।
কষ্ট গুলো বাস্প হয়ে ধূয়া ছড়ায় আমার চারিপাশে ।
গরম জলে ভেসে যায় আমার কালো ডুমুর নদী । আলো আঁধারের ধুম্র জালে আটকে পড়া আমার হাজার বছরের ব্যর্থ চাওয়া গুলো ,
শূণ্য ঘরে জাবর কাটে ,আর কেঁদে কেঁদে মরে অপেক্ষামান সময়ের কাছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here