‘মেসি ক্যারিয়ার শেষ করবেন বার্সেলোনাতেই’

0
132
Soccer Football - La Liga Santander - RCD Mallorca v FC Barcelona - Iberostar Stadium, Palma, Spain - June 13, 2020 Barcelona's Lionel Messi in action with Mallorca's Ante Budimir, as play resumes behind closed doors following the outbreak of the coronavirus disease (COVID-19) REUTERS/Albert Gea

বাংলা খবর ডেস্ক:
লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন সবে ছড়াতে শুরু করতেই থামিয়ে দিলেন ক্লাব সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ। রোববার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ৪-১ গোলের দারুণ জয়ের পর স্প্যানিশ নেটওয়ার্ক মুভিস্টারকে বার্তেমেউ বলেন, ‘মেসি তার ফুটবল ক্যারিয়ারটা শেষ করতে চায় বার্সেলোনাতেই। সে নিজেই জানিয়েছে এমন কথা। এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সঠিক সময় নয় এটা। আমাদের মনযোগ এখন খেলায়। সুতরাং আমরা মেসির খেলা এখানে আরো অনেকদিন উপভোগ করতে পারব।’

স্প্যানিশ রেডিও কাদেনা সেরের এক প্রতিবেদনে সম্প্রতি দাবি করেছে, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা হঠাৎই থামিয়ে দিয়েছেন লিওনেল মেসি। ২০২১ সালের জুনেই শেষ হচ্ছে মেসি-বার্সেলোনা চুক্তি।

মেসিদের সঙ্গে বার্সেলোনার দ্বন্দ্ব নতুন নয়। কাতালানদের ক্রীড়া পরিচালক এরিক আবিদালের সঙ্গে আর্নেস্তো ভালভার্দের বরখাস্তের বিষয় নিয়ে মেসি সহ সিনিয়র খেলোয়াড়দের দ্বন্দ্ব, কিকে সেতিয়েনের সঙ্গে বনিবনা না হওয়া এবং এর আগে শোনা গিয়েছিল টাকা খরচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন বার্সেলোনা সভাপতি বার্তোমেউ।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here