পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতা, কুয়েতের মেজর জেনারেল গ্রেপ্তার

0
93

বাংলা খবর ডেস্ক:
কুয়েতে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুলের কাছ থেকে ঘুষ নিয়ে নানা অবৈধ কাজে সহায়তা করার অভিযোগে কুয়েতের মেজর জেনারেল শেখ মাজেম আল জারাহকে শুক্রবার গ্রেপ্তার করেছে সে দেশের কর্তৃপক্ষ।

মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে গ্রেপ্তার পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতায় এই সেনা কর্মকর্তাকে গত মঙ্গলবার বরখাস্ত করে কুয়েত সরকার। দুই দিন পর বৃহস্পতিবার তার বিরুদ্ধে পরোয়ানা জারি করে পাবলিক প্রসিকিউশন।

অভিযোগ উঠেছে, নাগরিকত্ব, পাসপোর্ট ও রেসিডেন্ট অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট আন্ডারসেক্রেটারির দায়িত্বে থাকার সময় আল জারাহ আর্থিক লেনদেনের মাধ্যমে পাপুলের বেশ কিছু কাজের অনুমোদন দেন।

অর্থ পাচার ও মানবপাচারসহ আরও একাধিক অভিযোগে কুয়েতে পাপুলকে আটক করে বিচারের মুখোমুখি করেছে সে দেশের কর্তৃপক্ষ।

গত ৮ জুন পাপুল গ্রেপ্তার হওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি আল জারাহর সংশ্লিষ্টতা খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছেন। সূত্র : গালফ নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here