ভারতীয় বোর্ডের টাকার কাছে বিকিয়ে গেছে অস্ট্রেলিয়া : শোয়েব আখতার

0
85

বাংলা খবর ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়ে যাওয়া আর আইপিএল আয়োজন নিয়ে ক্রিকেটবিশ্বে শুরু হয়েছে সমালোচনা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিলের জন্য ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে আক্রমণ করে বসলেন শোয়েব আখতার। ইউটিউবে নিজের দেশের একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথোপকথনে পাকিস্তানি স্পিডস্টার আর্থিক বিষয় নিয়েও কথা তুলেছেন। শোয়েবের অভিযোগ, ভারতের আর্থিক শক্তির সামনে মাথা নোয়াচ্ছে অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ড।

শোয়েব বলেন, ‘কখনও দেখি ওরা (ভারত) মেলবোর্নে সহজ পিচ পায়। কখনও বর্ণবাদী কথা বলেও ছাড় পায়। কিছু বললেই তারা সিরিজ বয়কটের হুমকি দেয়। আমি অস্ট্রেলীয়দের জিজ্ঞেস করতে চাই, তোমাদের নৈতিকতা কোথায় গেল? বল কুঁড়ানোর জন্য বাচ্চাদের তোমরা শাস্তি দিতে পারো। আবার কেউ আপত্তিজনক কথা বলেও পার পায় কিভাবে?’

শোয়েব মনে করছেন ভারতের টাকার কাছে অজিরা নিজেদের বিকিয়ে দিয়েছে, ‘ভারতীয় বোর্ড সিরিজ বয়কটের হুমকি দিলেও অজি বোর্ড তা অস্বীকার করে। এটা কোন ধরনের নীতি? এতসব নাটক না করে সত্যি কথাটা বলে ফেললেই তো হয় যে, তোমাদের (অজি বোর্ড) টাকার দরকার। টাকা আসে ভারতীয় বোর্ড থেকে; তাই তাদের সব অন্যায়ের বিষয়ে তোমরা চুপ থাক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ হতেই পারত। কিন্তু আমি আগেই বলেছি, ওরা (ভারতীয় বোর্ড) হতে দেবে না। আইপিএলের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না, বিশ্বকাপ জাহান্নামে যাক!’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here