পাকিস্তানি অধিনায়ক আজহার আলীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে

0
98

বাংলা খবর ডেস্ক:
ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ডের কাছে ৩ উইকেটে হারের পর পাকিস্তানি অধিনায়ক আজহার আলীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার চতুর্থ দিনে ২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১৭ রানেই ৫ উইকেট খুইয়ে বসেছিল ইংল্যান্ড। এরপর আজহারের বাজে ক্যাপ্টেন্সি আর অপরিকল্পিত বোলিংয়ে জয়টা পাকিস্তানের হাত ফসকে যায় বলে মন্তব্য করেছেন দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম।
ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামের ধারাভাষ্য কক্ষে ছিলেন ওয়াসিম। নিজ পর্যবেক্ষক থেকে সাবেক এই অধিনায়ক স্কাই স্পোর্টসকে বলেন, ‘এই হার পাকিস্তানি ক্রিকেট ভক্তদের কষ্ট দেবে। হারজিত খেলারই অংশ। কিন্তু আমি মনে করি, আমাদের অধিনায়ক ম্যাচের অধিকাংশ সময় কৌশলটা ঠিক ধরতে পারেনি।’
দলীয় ১১৭ রানে ইংল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হন অলি পোপ। উইকেটে তখন নতুন দুই ব্যাটসম্যান ক্রিস ওকস আর জস বাটলার।

এ সময় পাকিস্তানি বোলারদের কৌশল অবাক করেছে ওয়াসিমকে। তিনি বলেন, ‘যখন ওকস ক্রিজে এলো, কোনো বাউন্সার নেই, কোনো শর্ট ডেলিভারি নেই। তারা তাকে থিতু হতে দিলো আর রানও এলো সহজে।’

ওকস-বাটলার ব্যাট চালাচ্ছিলেন ওয়ানডে মেজাজে। তাদেরকে লুজ ডেলিভারি দিয়ে বাউন্ডারি হজম করছিলেন পাকিস্তানি বোলাররা। শেষ পর্যন্ত এই জুটিই সর্বনাশ করে পাকিস্তানের। ষষ্ঠ উইকেটে ১৩৯ রান যোগ করে দলকে জয়ের দ্বারপ্রাপ্তে নিয়ে যান ওকস-বাটলার। ৫৪ বছর বয়সী ওয়াসিম বলেন, ‘যখন জুটিটা সামনে এগোতে থাকলো বোলাররা কিছুই করতে পারেনি। না ছিল টার্ন, না ছিল সুইং। আর বাটলার-ওকস মিলে ম্যাচটা পাকিস্তানের মুঠো থেকে ছিনিয়ে নিলো।’
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানি বোলারদের মধ্যে ইয়াসির শাহ ছাড়া অন্যরা প্রত্যাশা পূরণ করতে পারেননি। ৪ উইকেট নেন এই লেগস্পিনার। প্রথম ইনিংসেও তার শিকার ৪ উইকেট। আলোচনায় থাকা তরুণ দুই পেসার শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ হতাশ করেছেন। উভয় ইনিংসে একটি করে উইকেট নেন তারা। ওয়াসিম বলেন, ‘পাকিস্তানি ক্রিকেট মানেই বিচক্ষণতা, আক্রমণাত্মক আর অভাবনীয় কিছু। আমরা কাউন্টি বোলার নই যে সারাদিন লাইন-লেন্থ ধরে বল করতে থাকবো। আমাদের ১৭ বছর বয়সী নাসিম আছে, যে ৯০ মাইল বেগে বল করতে পারে। ২০ বছর বয়সী শাহীন আফ্রিদি আছে। যার গতি ৮৮ মাইলের আশপাশে। পরিস্থিতি যাই হোক, দুই ইনিংসে আরো ১৮-২০ ওভার বেশি বল করা উচিৎ ছিল তাদের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here