ইমরানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মিয়াঁদাদের

0
112

বাংলা খবর ডেস্ক:
বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের কঠোর সমালোচনা করেছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ।

তার সমর্থনেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন বলে দাবি করেছেন মিয়াঁদাদ।

মিয়াঁদাদ বলেছেন, আমার ঘরে এসেই সে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে। আর এখন তার কার্যকলাপ ঈশ্বরের মতো।

ওয়াসিম খানকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও করায় বুধবার নিজের ইউটিউব চ্যানেলে এসব মন্তব্য করেছেন মিয়াঁদাদ।

ইমরান খানের উদ্দেশে পাক দলের এই সাবেক অধিনায়ক বলেন, ‘আমি আপনাকে (ইমরান খান) সবসময় নেতৃত্ব দেয়া একজন মানুষ। আমি আপনার অধিনায়ক ছিলাম, আপনি নন। কিন্তু এখন আপনার কার্যকলাপ ঈশ্বরের মতো। ব্যাপারটা এমন যে, আপনিই কেবল দেশের একমাত্র বুদ্ধিমান ব্যক্তি। আর কেউ মনে হয় অক্সফোর্ড বা কেমব্রিজ বা পাকিস্তানের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যায়নি। মানুষের কথা একবার ভাবুন।’

ইংল্যান্ডের ওয়াসিম খানকে পিসিবির সিইও পদ দেয়ার বিষয়ে ইমরান খানকে একহাত নেন মিয়াঁদাদ।

তিনি বলেন, আপনি গুরুত্বপূর্ণ পদে বিদেশিদের নিয়োগ দিয়েছেন। আমাদের দেশে কী মানুষের অভাব যে, আপনাকে পিসিবির কাজের জন্য বিদেশ থেকে মানুষ আনতে হবে? এখন যদি দুর্নীতি করে সে দেশ ছেড়ে যায় তখন কী করবেন?’

এসব বিষয়ে ব্যক্তিগতভাবে ইমরান খানের সঙ্গে কথা বলবেন বলে জানান মিয়াঁদাদ।

তথ্যসূত্র: ইউটিউব, ইন্ডিয়া টিভি, ডেইলি হান্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here