রেকর্ড গড়ে ফাইনালে ইন্টার মিলান

0
102

বাংলা খবর ডেস্ক:
লাওতারো মার্টিনেজ-রোমেলু লুকাকুর যুগলবন্দিতে সোমবার রেকর্ড গড়ে ইউরোপা লীগের ফাইনালের টিকিট কাটে ইন্টার মিলান। জার্মানির ডুসেলডর্ফে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ইন্টার ৫-০ গোলে বিধ্বস্ত করে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ককে। উয়েফা কাপ/ইউরোপা লীগের ৪৯ বছরের ইতিহাসে এক লেগের সেমিফাইনালে এটাই সবচেয়ে বড় ব্যবধানের জয়। ২১শে আগস্টের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন ইন্টার লড়বে পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়ার বিপক্ষে।
২০১০ সালের পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার ফাইনালে উঠলো ইন্টার। সবমিলিয়ে পঞ্চমবারের মতো ইউরোপা লীগের ফাইনালে উঠেছে তারা। এর আগে ১৯৯১, ১৯৯৪, ১৯৯৭ ও ১৯৯৮ সালে ফাইনাল খেলেছিল ‘নেরাজ্জুরি’ খ্যাত দলটি। এর মধ্যে শুধু ১৯৯৭-এ শিরোপা জিততে পারেনি তারা। তখন প্রতিযোগিতাটির নাম ছিল উয়েফা কাপ। ২০০৯-১০ মৌসুমে আসরের নাম বদলে রাখা হয় ইউরোপা লীগ।
ইন্টার মিলানের হয়ে দুটি করে গোল করেন আর্জেন্টাইন সেনসেশন লাওতারো মার্টিনেজ ও বেলজিক তারকা রোমেলু লুকাকু।

এ নিয়ে ইউরোপা লীগে রেকর্ড টানা ১০ ম্যাচে গোলের কৃতিত্ব দেখালেন লুকাকু। কোয়ার্টার ফাইনালে বায়ার লেভারকুসেনের বিপক্ষে গোলে অ্যালান শিয়েরারের টানা ৮ ম্যাচের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here