আইপিএল–এ বড় ধাক্কা ধোনিদের

0
823

বাংলা খবর ডেস্ক:
আইপিএল–এ বড় ধাক্কা খেল চেন্নাই সুপারকিংস (‌সিএসকে)‌। ধোনির দলের এক বোলার ছাড়াও অন্তত ১০ জন কর্মীর করোনার রিপোর্ট পজিটিভ এল। জানা গেছে, সিএসকে–র ওই বোলার একজন পেসার।
এর পর গোটা সিএসকে দলকেই চতুর্থবার করোনা পরীক্ষা করাতে হবে। দলের কোয়ারেন্টাইনের মেয়াদও বাড়িয়ে দেওয়া হল। ১ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে গোটা দলকে। আইপিএল শুরু ১৯ সেপ্টেম্বর থেকে।
২১ আগস্ট র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (‌আরসিবি)‌ এবং মুম্বই ইন্ডিয়ানস–এর সঙ্গে আরব আমিরশাহী পৌঁছেছে সিএসকে। তার আগে কয়েক দিন চেন্নাইতে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছে ধোনির দল। এ বছর আইপিএল–এর আর কোনও দল এ ধরনের শিবিরে অংশ নেয়নি।
করোনার কথা মাথায় রেখে এ বছর আইপিএল–এ নতুন কিছু বিধি চালু হয়েছে। আরব আমিরশাহীতে পৌঁছে কোয়ারেন্টাইনে থাকার সময় তিন বার করোনা পরীক্ষা করাতে হবে। প্রথম, তৃতীয় এবং ষষ্ঠ দিনে হবে করোনা পরীক্ষা। তিনটের রিপোর্ট নেগেটিভ এলে সেই খেলোয়াড় অনুশীলনে নামার অনুমতি পাবেন। সিএসকে অবশ্য এই করোনা পরীক্ষায় বড় ধাক্কা খেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here