লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড আর্সেনালের

0
83

বাংলা খবর ডেস্ক:
চলতি মাসের শুরুতে ওয়েম্বলি স্টেডিয়ামেই শিরোপা উৎসব করেছিল আর্সেনাল। ওয়েম্বলিতেই মাসের শেষে আরো একবার ট্রফি নিয়ে আনন্দে মাতলো গানাররা। শনিবার রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে লিভারপুলকে টাইব্রেকারে হারিয়েছে মিকেল আর্তেতার দল। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। টাইব্রেকারে ৫-৪ গোলে জয় পায় আর্সেনাল। এফএ কাপের ফাইনালে আর্সেনাল হারিয়েছিল চেলসিকে।

ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ও এফএ কাপের শিরোপাজয়ী দল মুখোমুখি হয় কমিউনিটি শিল্ডের ফাইনালে। আসরের সবচেয়ে বেশি (২১) শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড। লিভারপুলকে হারিয়ে ১৬তম কমিউনিটি শিল্ড জিতে ইউনাইটেডের পরই অবস্থান আর্সেনালের।

লিভারপুলের শিরোপা ১৫টি।

দ্বাদশ মিনিটে আর্সেনালকে লিড এনে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। গানারদের লম্বা সময় লিড ধরে রাখতে বড় ভূমিকা রাখেন এমিলিয়েনো মার্টিনেজ। ৫৫তম মিনিটে সাদিও মানেকে ওয়ান অন ওয়ানে ফিরিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। লিভারপুল সমতায় ফেরার পর ৮১ মিনিটে মার্টিনেজ আরেকবার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন মানের সামনে। নইলে ম্যাচটা ছিনিয়েও নিতে পারত লিভারপুল। ৭৩ মিনিটে অলরেডদের সমতায় ফেরান বদলি নামা তাকুমি মিনামিনো। লিভারপুলের জার্সিতে জাপানিজ তারকার এটা প্রথম গোল।

টাইব্রেকারে আর্সেনালের রিস নেলসন, এইন্সলে মেইটল্যান্ড-নাইলস, সেডরিক সোরেস, দাভিদ লুইস ও পিয়েরে-এমেরিক অবামেয়াং লক্ষ্যভেদ করেন। লিভারপুলের মোহাম্মদ সালাহ, ফাবিনিহো, তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স লক্ষ্যভেদ করেন; ক্রসবারে মেরে ব্যর্থ হন রিয়ান ব্রিউস্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here