এ কেমন হার অস্ট্রেলিয়ার !

0
110

বাংলা খবর ডেস্ক:
প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে অস্ট্রেলিয়া। শুক্রবার রাতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ২ রানে হেরেছে অজিরা। সাউদাম্পটনের রোজ বোলের ব্যাটিং সহায়ক উইকেটে ২০ ওভারে ১৬২/৭ করেছিল ইংল্যান্ড। জবাবে ১৪ ওভারে ১ উইকেটে ১২৪ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ২ রানে ম্যাচ হেরে বসে অ্যারন ফিঞ্চের দল। ইংলিশদের ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত এই জয়ের কৃতিত্ব বোলারদের এবং অধিনায়ক এউইন মরগানের বুদ্ধিদীপ্ত নেতৃত্বগুণের।

শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ১৫ রান। টম কারানের করা ওভারের প্রথম বলে রান নিতে ব্যর্থ মার্কাস স্টয়নিস। দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে নাটকীয় শেষের ইঙ্গিত দেন।

তবে সুযোগ দেননি কারান। তৃতীয় বল ডট। শেষ তিন বলে স্টয়নিস ২ রান করে নিতে পারলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

টসে হেরে ব্যাট করতে নেমে ইংলিশদের উড়ন্ত সূচনা এনে দেন জস বাটলার। অপরপ্রান্তে রয়ে সয়ে খেলার চেষ্টায় থাকা জনি বেয়ারেস্টোকে (৮ রান) ফিরিয়ে চতুর্থ ওভারের শেষ বলে ৪৩ রানের ওপেনিং জুটি ভাঙেন প্যাট কামিন্স। দ্রুত গতিতে রান তুলতে থাকা বাটলারকে (২৯ বলে ৪৪ রান) থামান অ্যাস্টন আগার। তিনে নামা ডেভিড মালান টি-টোয়েন্টিতে ধরে রাখেন ধারাবাহিকতা। একমাত্র তিনিই বড় রান করতে পারেন। আসা-যাওয়ার মিছিলে ছিলেন অধিনায়ক মরগান (৫ রান), টম ব্যান্টন (৮ রান), মঈন আলীরা (২ রান)। ১৯তম ওভারের প্রথম বলে কেন রিচার্ডসনের বলে স্টিভ স্মিথের দারুণ ক্যাচে সাজঘরে ফেরার আগে ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলেন মালান। মাত্র ১৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মালানের ঝুলিতে ৭ ফিফটির সঙ্গে রয়েছে একটি সেঞ্চুরি। ক্রিস জর্ডান শেষ দিকে ৮ বলে ১৪ রান করলে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা।

১৬৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কক্ষপথেই ছিল অস্ট্রেলিয়া। ১১তম ওভারের শেষ বলে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩২ বলে ৪৬ রান করে ফেরার সময় অস্ট্রেলিয়া ততক্ষণে তুলে ফেলেছে ৯৮ রান। দলীয় ১২৪ রানের মাথায় স্টিভ স্মিথ (১৮ রান) আদিল রশিদের শিকার হয়ে ফিরলেও অপরপ্রান্তে ছিলেন দারুণ ব্যাটিং করতে থাকা ডেভিড ওয়ার্নার। ১৫ তম ওভারে স্মিথকে ফেরানোর পর গ্লেন ম্যাক্সওয়েলকেও ফেরান লেগ স্পিনার আদিল রশিদ। বেশিক্ষণ টিকলেন না ওয়ার্নারও। ১৬তম ওভারে জফরা আর্চারকে আক্রমণে এনে ভয়ঙ্কর হয়ে ওঠা ওয়ার্নারকে (৪৭ বলে ৫৮) ফিরিয়ে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন অধিনায়ক মরগান। সুযোগ পেয়ে ইংলিশ বোলাররা চেপে ধরেন অজি ব্যাটসম্যানদের। ব্যাটিং অলরাউন্ডার স্টয়নিসকে বড় শট খেলার সুযোগ দেননি স্বাগতিক বোলাররা। ২ রানের দারুণ জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে এউইন মরগানের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here