তাকসিমকে ৬ষ্ঠ মেয়াদে ঢাকা ওয়াসার এমডি রাখার প্রস্তাব

0
95
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খান। ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর জন্য প্রস্তাব করা হয়েছে। শনিবার ( ১৯ সেপ্টেম্বর) বিকালে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত সংস্থার বিশেষ বোর্ড সভায় এ প্রস্তাবনা পাশ হয়। প্রস্তাবনাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত আকারে পাঠানো হবে বলে জানা গেছে।

বোর্ড সভায় উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বোর্ড সভায় উপস্থিত বেশিরভাগ সদস্যের সম্মতিতে প্রস্তাবটি পাশ হয়। তাকসিম এ খানের পঞ্চম দফায় পাওয়া নিয়োগের মেয়াদ আগামী ১৪ অক্টোবর শেষ হবে। এবার তিনি নিয়োগ পেলে ষষ্ঠবারের মত ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পাবেন তাকসিম এ খান।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) গতকাল ৫টায় আহবান করা হয়। সভার আলোচ্য সূচিতে বলা হয়, ‘ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে ৩ বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ।’ এর পরিপ্রেক্ষিতে গতকাল সভাটি অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here