করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী

0
106

বাংলা খবর ডেস্ক:
শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আর এমন পরিস্থিতিতেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদের হানা।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের পেসার আবু জায়েদ রাহী।

গত ২২ সেপ্টেম্বর করা টেস্টের রিপোর্ট বলছে, করোনা পজিটিভ আবু জায়েদ রাহীর।

বিসিবি সূত্র জানায়, গত ১৮ সেপ্টেম্বর হওয়া করোনা টেস্টে সবাই নেগেটিভ হয়েছিলেন। তবে দুজনকে নিয়ে সন্দেহ ছিল। ফলে ওই দুজনকে বাইরে রেখে ১৬ জনকে অনুশীলন করেন। এরা পর ২২ সেপ্টেম্বর আবার করোনা টেস্ট করালে ফলাফলে রাহীর পজিটিভ শনাক্ত হয়।

বুধবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তি বিসিবি জানিয়েছে, ২২ সেপ্টেম্বর ফের ২৭ জন ক্রিকেটারের করোনা টেস্ট করা হয় । এতে রাহী ছাড়া বাকি সবার ফল নেগেটিভ এসেছে।

এছাড়া বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহী ছাড়া বাকি সবাই নেগেটিভ। আবু জায়েদ রাহীকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সেই গাইডলাইন অনুসারেই পরবর্তীতে তার করোনা টেস্ট করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here