আবারো আলোচনায় মাশরাফি বিন মুর্তজা

0
54

বাংলা খবর ডেস্ক:
হঠাৎ করে আবারো আলোচনায় মাশরাফি বিন মুর্তজা। তিন দলের ওয়ানডে সিরিজে তাকে না রাখা নিয়েই যতো আলোচনা। ১০ই অক্টোবর থেকে তিন দল নিয়ে এই ওয়ানডে সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সেখানে মাশরাফি খেলতে পারবেন না। মাশরাফির খেলতে না পারার কারন জানিয়ে নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘দীর্ঘ দিন ধরেই মাশরাফি খেলা কিংবা অনুশীলনে নেই। হঠাৎ করে এমন সিরিজে তার জন্য খেলা কঠিন। যে করাণে তাকে আমরা রাখছিনা। এ নিয়ে তার সঙ্গে (মাশরাফি) আমাদের কথাও হয়েছে। তিনি হ্যা ও বলেন নি না ও বলেননি।’

এই বছর ফেব্রুয়ারিতে শেষ ওয়ানডে খেলেছেন মাশরাফি। সিলেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেটি ছিল তার ওয়ানডে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ। তবে অধিনায়কত্ব ছাড়লেও অবসর নেননি তিনি। এরপর করোনার কারণে মার্চ থেকে দেশের অন্তর্জাতিকসহ সব ধরণের ক্রিকেট স্থগিত হয়ে যায়। পরিস্থিতি ভালো না হওয়াতে এখন পর্যন্ত কোন খেলাই শুরু হয়নি। শ্রীলঙ্কা সফরের জন্য বিসিবি যে ২৭ জনের প্রাথমিক দল দিয়েছিল তাদের নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ। সেই শ্রীলঙ্কা সফরও অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। তাই এ প্রস্তুতি ম্যাচই ক্রিকেটারদের ভরসা। শুক্র ও শনি দুদিন হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচ। আজ থেকে শুরু হবে দ্বিতীয়টি। এরপর ৩ দিনের একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু সেটির পরিবর্তে আয়োজন করা হচ্ছে ৪৫ জন ক্রিকেটার নিয়ে একটি ওয়ানডে সিরিজ। দেশের ক্রিকেটারদের অনুশীলনে রাখতেই এই ম্যাচের আয়োজন বিসিবির। এখানে জাতীয় দল ছাড়াও হাই পারফরম্যান্স ইউনিটের বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখা হচ্ছে বলেই জানিয়েছেন হাবিবুল বাশার। তিনি বলেন, ‘আমরা ৪৫ জন ক্রিকেটার নিয়ে ওয়ানডে সিরিজটা করবো। এখানে জাতীয় দল বা এরবাইরে থাকা ক্রিকেটার ছাড়াও এইচপির বেশ কয়েকজন ক্রিকেটারকে রাখবো।’
অন্যদিকে করোনাকালে বেশির ভাগ সময় মাশরাফি কাটিয়েছেন জনসেবা করে। নড়াইল দুই আসনের এমপি হিসেবে তার জেলার মানুষের পাশেই ছিলেন। এরপর তিনিসহ তার গোটা পরিবার করোনা আক্রান্ত হন। প্রায় দেড় মাস দেশের ক্রিকেটের এই সেরা অধিনায়ক করোনার সঙ্গে লড়াই করেন।

জুলাই মাস থেকে বিসিবির ব্যবস্থাপনায় ক্রিকেটাররা ব্যক্তিগত অনুশীলন শুরু হলেও সেখানে ছিলেন না মাশরাফি। তবে সেই অনুশীলণের মূল উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়ানশিপের মিশন যে কারণে মাশরাফির থাকারও কথা ছিলনা। কারণে ইনজুরি আক্রান্ত এই পেসার শেষ টেস্ট ম্যাচ খেলেছেন দেশের হয়ে ২০০৯ এ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here