ভিডিও কলে ‘গ্রুপ স্টাডির’ সুযোগ দিচ্ছে গুগল

0
83

বাংলা খবর ডেস্ক:
মহামারী কোভিড-১৯-এর এ সময়ে বিশ্বজুড়ে প্রায় সব দেশেই স্কুল-কলেজ এমনকি ইউনিভার্সিটিও বন্ধ রয়েছে।

এ সময়ে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনলাইনে একে-অপরের সঙ্গে আলোচনা করে শিক্ষক-শিক্ষার্থী অনেক বেশি শিখতে পারেন।

এটিকে আরও সহজ করতে গুগল নতুন ফিচার চালু করেছে। নতুন এ ফিচারের নাম ব্রেকআউট রুমস। নতুন এ ফিচারটির মাধ্যমে শিক্ষকরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভিডিও কলের সময় ছোট ছোট গ্রুপে ভাগ করে দিতে পারবেন। ফলে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা নিজেদের মধ্যে সহজে আলোচনা করতে সক্ষম হবে।

এ মুহূর্তে এ ফিচারটি শুধু শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য সহজলভ্য করা হয়েছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের শেষে এটি আরও অনেকের জন্য সহজলভ্য হয়ে যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here