ধোনির উচিত নিজেকে মূল্যায়ন করা : জাভেদ মিয়াঁদাদ

0
69

বাংলা খবর ডেস্ক:
এবারের আইপিএল ছিল মহেন্দ্র সিং ধোনির জন্য অগ্নিপরীক্ষার মতো। এই পরীক্ষায় তিনি এখন পর্যন্ত পাশ করতে পারেননি। শারীরিক ভাবে যতই ফিট দেখাক, ধোনিকে ম্যাচ ফিট বলে মনে হচ্ছে না পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের। তার মতে, ম্যাচ ফিটনেসের অভাবের জন্যই রিফ্লেক্স ও টাইমিং আগের মতো নেই। যার প্রতিফলন ঘটছে ধোনির ব্যাটিংয়ে। ৯ ম্যাচে ধোনির সংগ্রহ ২৭.২০ গড় আর ১৩২.০৩ স্ট্রাইক রেটে ১৩৬ রান। নেই কোনো ফিফটি।

জাভেদ মিয়াঁদাদ বলেছেন, ‘এবারের আইপিএলে ধোনির ব্যাটিং দেখেছি। আমার মতে, ওর টাইমিং ও রিফ্লেক্সে সমস্যা হচ্ছে। যখনই কোনো ক্রিকেটার পুরোপুরি ম্যাচ ফিট থাকে না, তখনই টাইমিং ও রিফ্লেক্স মন্থর হয়ে পড়ে। ধোনির নিজেকে যাচাই করা উচিত। যতদিন খেলার মধ্যে থাকতে হয়, ততদিনই নিজেকে নিয়মিত মূল্যায়ন করতে হয়।’

গত বছর ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের পর এক বছরেরও বেশি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন ধোনি। মিয়াঁদাদ সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘ধোনি দীর্ঘ বিরতির পর আইপিএলে খেলতে এসেছে। আইপিএলের আগে সে কোনো ম্যাচ খেলেনি। আর এটাই হলো সমস্যা। ম্যাচ ফিট হওয়া খুব সহজ ব্যাপার নয়। বিশেষ করে এত লম্বা সময় খেলার বাইরে থাকার পর।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিয়াঁদাদ বলেছেন, ‘আমি মস্তিষ্ক দিয়ে ক্রিকেট খেলতাম। সেটা করতে পারলে বয়স যাই হোক না কেন, খেলা যায়। হয়তো আগের মতো ক্রিকেটার আর থাকা সম্ভব নয়, তবু দলের পক্ষে কার্যকরী হয়ে ওঠা যায়। আমার পরামর্শ হলো, ধোনি নেটে এক্সারসাইজ স্কিল ও ব্যাটিংয়ের সময় বাড়িয়ে দিক। যদি ২০টা সিট-আপ করে, তাহলে সেটা ৩০-এ নিয়ে যাক। যদি পাঁচটা স্প্রিন্ট করে, তবে সেটাকে বাড়িয়ে আটে নিয়ে যাক। এক ঘণ্টা ব্যাটিং করলে সেটাকে দুই ঘণ্টায় নিতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here