আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা

0
115

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে শ্রমবাজারের শূন্যতা পূরণে আগামী তিন বছরে পর্যায়ক্রমে ১২ লাখের বেশি অভিবাসী নেবে কানাডা। শুক্রবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো।

সাংবাদিকদের তিনি বলেন, সরকার ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেয়ার লক্ষ্যে কাজ শুরু করেছে।

মেনডিসিনো বলেন, করোনার আগে অভিবাসনের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নিতে সরকার লক্ষ্য নির্ধারণ করেছিল। এখন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হয়েছে।

উল্লেখ্য, কানাডার অভিবাসন পদ্ধতি দীর্ঘদিন ধরে বিশ্বে একটি মডেল। ঐতিহাসিকভাবে দেশটি দক্ষ কর্মী, শরণার্থী ও দেশটিতে থাকা ব্যক্তিদের পরিবারের সঙ্গে মিলিত হয়ে বসবাসের জন্য অন্য সদস্যদের সুযোগ দিয়ে আসছে।

এ পর্যন্ত কানাডায় ২ লাখ ৩৪ হাজার ৫১১ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০ হাজার ১৩৬ জনের। করোনার কারণে গত মার্চ থেকে অভিবাসীদের জন্য অধিকাংশ সীমানা বন্ধ করে দেয় দেশটি।

ছুরি হামলায় নিহত ২

ওদিকে কানাডার কুইবেক শহরে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে কমপক্ষে দুজনকে হত্যা করেছে এক দুর্বৃত্ত।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে ধারালো অস্ত্র নিয়ে এক ব্যক্তি বেশ কয়েকজনের ওপর হামলা চালান। খবর বিবিসির।

অভিযান চালিয়ে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে হামলাকারী নিশ্চিত হওয়া পর্যন্ত রাতে কাউকে বাইরে বের হতে নিষেধ করেছে পুলিশ।

কানাডার ন্যাশনাল পাবলিক ব্রডকাস্টিং রেডিও জানিয়েছে, ছুরি হামলায় দুজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here