জয়ের দ্বারপ্রান্তে বাইডেন

0
75

বাংলা খবর ডেস্ক:
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য কোনো প্রার্থীর সর্বনিম্ন ২৭০ ইলেক্টরাল ভোটের প্রয়োজন। এখানে মোট ইলেক্টরাল ভোট ৫৩৮টি।

৫০টি রাজ্যের মধ্যে এখনো বেশ কয়েকটির ফল বাকি রয়েছে। অনানুষ্ঠানিকভাবে ঘোষিত ফল অনুসারে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন ২৬৪টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।

অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টরাল ভোট। জেতার জন্য অনেকটাই এগিয়ে আছেন জো বাইডেন।

প্রসঙ্গত, কোনো রাজ্যে যে প্রার্থী সর্বাধিক ভোট পাবেন, সেখানকার মোট ইলেক্টরাল ভোট তার হয়ে যাবে। এখন পর্যন্ত পাওয়া ফলের ভিত্তিতে জো বাইডেনের জেতার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে ডোনাল্ড ট্রাম্পেরও ভাগ্য নির্ধারণ করে দিতে পারে বাকি রাজ্যের ভোটের ফল।

জানা গেছে, ট্রাম্প মোট পপুলার ভোট পেয়েছেন ছয় কোটি ৮৭ লাখ ৩১ হাজার সাতশ ৭২টি এবং জো বাইডেন পেয়েছেন সাত কোটি ২০ লাখ ২০ হাজার দু’শ ৯৩টি।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here