দেশে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

0
127

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৬ হাজার ৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ (বৃহস্পতিবার) পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ১১৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ২২৫টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৪ লাখ ৪ হাজার ৯০২ টি। এর মধ্যে ১ হাজার ৮৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৭ দশমিক ৩০ শতাংশ।

করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।। মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ৩ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৮০ দশমিক শূন্য ১৯ শতাংশ।

বিপর্যস্ত বিশ্ব:

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্ত আর করোনায় মৃত্যু। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে একদিনে সর্বোচ্চ প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত একদিনে এক হাজার ১৯১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন এক লাখ ৬ হাজার মানুষ। এরপরের অবস্থানে আছে ব্রাজিল, দেশটিতে ৬২২ জন মারা গেছেন ২৪ ঘণ্টায়, আর আক্রান্ত প্রায় ২৪ হাজার। রাশিয়ায় ৩৮৯ জনের মৃত্যু হয়েছে আর আক্রান্ত প্রায় ২০ হাজার মানুষ। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের বেশি এবং মারা গেছেন ৩৮৫ জন। এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোতেও আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here