বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশ ছেড়েছে ২৫ সদস্যের বাংলাদেশ ফুটবল দল

0
106

বাংলা খবর ডেস্ক:
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে দেশ ছেড়েছে ২৫ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেয় জামালরা। করোনা পজিটিভ হওয়ায় কাতার যাত্রায় দলের সঙ্গী হতে পারেননি হেড কোচ জেমি ডে এবং মনজুরুল রহমান মানিক। এছাড়া ইনজুরির কারণে যেতে পারছেন না স্ট্রাইকার নাবীব নাওয়াজ জীবন।

নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের পরই করোনায় আক্রান্ত হন জেমি ডে। প্রথম ম্যাচে ২-০ গোলে জয় পায়। দ্বিতীয় ম্যাচে আর মাঠে যেতে পারেননি বাংলাদেশ কোচ। হোটেলে বসে টিভিতেই শিষ্যদের খেলা দেখেছেন ডে।

এদিকে গতকাল বোধবার করোনায় আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মনজুরুল রহমান মানিকও। ফলে তাদের ছাড়াই কাতার যেতে হয়েছে বাংলাদেশকে।

কাতারে পৌঁছে তিন দিন কোয়ারেন্টিনে থেকে ২২ নভেম্বর অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূইঁয়ারা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ চূড়ান্ত না হলেও ম্যাচ দুটি হওয়ার কথা ২৫ ও ২৮ নভেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here