নবম-দশম শ্রেণিতে গ্রুপ বিভাজন থাকবে না : শিক্ষামন্ত্রী

0
383

বাংলা খবর ডেস্ক:
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, নতুন কারিকুলামে নবম ও দশম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকছে না। হবে সমন্বিত কারিকুলাম। এটি কার্যকর হবে ২০২২ সাল থেকে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন পুনরায় শুরু হয়।

এদিকে এক বিজ্ঞপ্তিতে শিক্ষামন্ত্রী জানান, করোনা মহামারির কারণে সহসাই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে বিকল্প পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার কথা ভাবছে সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here