ইউরোপা লীগের ম্যাচে নেপোলির সবাই ম্যারাডোনা!

0
79

বাংলা খবর ডেস্ক:
১৯৮৪ সালে এফসি বার্সেলোনা থেকে নেপলসে পাড়ি দেন ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা। আর্জেন্টাইন লিজেন্ড বদলে দেন নাপোলি ফুটবল ক্লাবের ভাগ্য। ক্লাবের ৯৪ বছরের ইতিহাসে নাপোলি ইতালিয়ান সিরি আ শিরোপা জিতেছে দুবার। দুটোই ডিয়েগো ম্যারাডোনার কল্যাণে। দক্ষিণাঞ্চলের আর কেবল ক্যালিয়ারি ক্লাবের রয়েছে সিরি আ শিরোপার গৌরব।
নিজেদের ক্লাব কিংবদন্তিকে হারানোর শোকে ডুবেছে নেপলস। নাপোলির জন্য ম্যারাডোনা শুধুই একজন খেলোয়াড় নন, তাদের স্বপ্নপূরণের ঈশ্বর। ফুটবল ঈশ্বরের বিদায়ে শোকাচ্ছান্ন নেপলস শ্রদ্ধা জানিয়েছে অন্যভাবে।

ইউরোপা লীগের ম্যাচে রাতে ক্রোয়েশিয়ার ক্লাব রিয়েকার বিপক্ষে নিজ মাঠে ম্যাচ ছিল নাপোলির। ম্যারাডোনার স্মৃতিতে সাজানো হয় পুরো স্তাদিও সান পাওলো। মাঠের চারধারে ম্যারাডোনার নামের হোর্ডিংয়ের পাশাপাশি, জায়ান্ট স্ক্রিনে ছিল তার ছবি।
নাপোলির একাদশের সবাই ম্যারাডোনার দশ নম্বর জার্সি পড়ে নামেন মাঠে। ম্যাচের আগে তার সম্মানে পালন করা হয় নীরবতা। নাপোলির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও ছিল পরিবর্তন। তাদের টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্র্যাম থেকে সরিয়ে ফেলা হয়েছে রঙ। সবগুলো ছবি পোস্ট করা হচ্ছে সাদাকালোয়। কাভার ফটো সরিয়ে লেখা হয়েছে ক্লাবের বিখ্যাত ‘হো ভিসতো মারাদোনা’ স্লোগান।
ম্যাচে রিয়েকাকে ২-০ গোলে হারিয়ে ম্যারাডোনাকে জয় উৎসর্গ করেছে নাপোলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here