মেসিদের হারিয়ে গ্রুপ সেরা রোনালদোর জুভেন্টাস

0
92

বাংলা খবর ডেস্ক:
দীর্ঘ আড়াই বছর পর মুখোমুখি হলেন ফুটবলের দুই মহা তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। এতে দারুণ জয়ে বাজিমাত পর্তুগিজ সুপার স্টার রোনালদোর। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে মঙ্গলবার বার্সেলোনাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে জুভেন্টাস । ম্যাচে জুভিদের হয়ে জোড়া গোল করেন রোনালদো। পাঁচবারের বর্ষসেরা ফুটবলার রোনালদোর দুই গোলই পেনাল্টি থেকে। এই জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষ স্থান নিয়ে প্রথম পর্বের খেলা শেষ করলো ইতালিয়ান জায়ান্টরা। গ্রুপের ৬ ম্যাচে সমান ১৫ পয়েন্ট সংগ্রহ জুভেন্টাস-বার্সেলোনার। তবে গোল ব্যবধানে তালিকার শীর্ষে জুভেন্টাস।
বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি আদায় করেন রোনালদো।

সফল স্পট কিকে দলকে নিজেই এগিয়ে নেন তিনি। ২০তম মিনিটে দর্শনীয় ভলিতে গোল নিয়ে জুভেন্টাসের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন মার্কিন তারকা ম্যাকেনি। ৫২তম মিনিটে নিজেদের ডি বক্সে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার ক্লেঁমে লংলের হ্যান্ডবলের দায়ে ফের পেনাল্টি পায় জুভেন্টাস। দারুণ স্পট কিকে গোল আদায় করে ব্যবধানটা ৩-০তে নিয়ে যান ক্রিস্টিয়ানো রোনালদো।
ফুটবল ম্যাচে এটি ছিল ২০১৮’র মে’র পর মেসি-রোনালদোর প্রথম সাক্ষাত। ম্যাচে বেশ কিছু সুযোগ পান মেসিও। তবে জুভেন্টাসের ৪২ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের দৃঢ়তায় ভেস্তে যায় মেসির একাধিক জোরালো প্রচেষ্টা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here