করোনায় দেশে আরো ৩২ জনের মৃত্যু

0
79

বাংলা খবর ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সারা দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৫২ জনে।

আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মৃতদের মধ্যে পুরুষ ২৪ ও নারী আটজন। মৃত ৩২ জনের মধ্যে হাসপাতালে ৩১ এবং একজন বাসায় মৃত্যুবরণ করেন।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৩৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ২০ হাজার ৮৯৬ জন।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৮০২টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৭৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৯ লাখ ৬৯ হাজার ৬৩০টি। এ সময় আক্রান্ত হিসেবে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৩৫৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯০ হাজার ৫৩৩ জনে।

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ শুরু সোমবার

জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন প্রয়োগ। স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্যাকসিন বিতরণ তদারকি করার দায়িত্বে থাকা জেনারেল গুস্তাভ পার্না জানিয়েছেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছে যাবে।

এর আগে গত শনিবার ফাইজারের তৈরি ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

গত নভেম্বর থেকেই যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।শনিবারও যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। একদিনেই দেশটিতে ৩ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। জন্স হপকিন্সের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যুর এই সংখ্যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here