দেশে করোনায় আরো ৩২ জনের মৃত্যু

0
58

বাংলা খবর ডেস্ক:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৩১২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় এক হাজার ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো পাঁচ লাখ দুই হাজার ১৮৩ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সর্বশেষ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন। মোট সুস্থ হয়েছেন চার লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

এর আগে রবিবার (২০ ডিসেম্বর) দেশে এক হাজার ১৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩৮ জন।

যুক্তরাজ্যে নিয়ন্ত্রণের বাইরে নতুন করোনা:

ওদিকে যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন প্রজাতির করোনাভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্রিটেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে সম্প্রতি ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনাভাইরাসের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় নাগরিকদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। পাশাপাশি সরকারি বিধি-নিষেধগুলোও মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

ম্যাট হ্যানকক বলেন, আগের চেয়ে নতুন ধরনের এই কভিড-১৯ ভাইরাস দ্রুত ছড়ায়। পরিস্থিতি মারাত্মক গুরুতর। তবে এ নতুন ভাইরাস বেশি প্রাণঘাতী নয়। এ ভাইরাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তাই এখনই এটাকে নিয়ন্ত্রণ করা জরুরি হয়ে পড়েছে। ভ্যাকসিন দেওয়া শুরু না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন তিনি।

বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্রিটেন গত সপ্তাহ থেকেই করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে। এর পর নতুন প্রজাতির করোনাভাইরাসের খবর সামনে এলো। তবে টিকা দেওয়ার সঙ্গে নতুন প্রজাতির কোনো সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।

এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। নতুন কভিড প্রজাতিটি যে খুব বেশি প্রাণনাশী বা ভ্যাকসিনের সঙ্গে ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এটা আগেরটা থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক বলেও জানান তিনি।

বিশ্বে শনাক্তের সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৭ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা সাত কোটি ৭১ লাখ ৬৭ হাজার ৬৭৯। এর মধ্যে ১৬ লাখ ৯৯ হাজার ৪৯৮ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে পাঁচ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ৮০৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার টিকাও আবিষ্কৃত হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৮২ লাখ ৬৭ হাজার ৫৭৯। মৃত্যু হয়েছে তিন লাখ ২৪ হাজার ৮৬৯ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ হাজার ২৪৮। এর মধ্যে এক লাখ ৪৫ হাজার ৮৪৩ জনের মৃত্যু হয়েছে।

ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৭২ লাখ ৩৮ হাজার ৬০০। এর মধ্যে এক লাখ ৮৬ হাজার ৭৭৩ জনের মৃত্যু হয়েছে।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৮৫২। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশটির বিরুদ্ধে প্রকৃত পরিস্থিতি গোপন করার অভিযোগ রয়েছে। উহানের একজন স্বেচ্ছাসেবী বলেন, ‘বুদ্ধি-বিবেচনাসম্পন্ন যেকোনও মানুষ এই সংখ্যা (সরকারি পরিসংখ্যান) নিয়ে সন্দেহ প্রকাশ করবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here