নতুন করোনা ভাইরাস নিয়ে এবার উদ্বেগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

0
145

বাংলা খবর ডেস্ক:
বিশ্ব উদ্বিগ্ন করোনাভাইরাসের নতুন চরিত্র নিয়ে। করোনা ভাইরাসের নতুন ধরণটি নিয়ে আলোচনা করতে বুধবার জরুরী বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিলেন যে , করোনার নতুন ধরণ ভাইরাস বিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া।

ইংল্যান্ডে চিহ্নিত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনার হামলায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। অন্তত ৪০টি দেশ ইংল্যান্ডের সঙ্গে বিমান যোগাযোগ ফের বন্ধ করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নতুন ভাইরাসটি আগের মতো প্রাণঘাতী হবে না। তবে ইংল্যান্ড জুড়ে এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। অতি দ্রুত সংক্রামক ভাইরাস এটি। এদিকে দক্ষিণ আফ্রিকাতেও পাওয়া গেছে করোনার নতুন আরেকটি ধরণ। এটি থেকেও দেশটিতে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে।

যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যালান্স বলছেন, অস্বাভাবিকভাবে এর রূপান্তর দেখা যাচ্ছে। নতুন বৈশিষ্ট্যের এই করোনা ব্যাপক হারে শিশুদেরকে সংক্রমিত করছে। সে কারণেই উদ্বিগ্ন বিশ্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here